Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক নং

সেবা প্রদানের বিবরণ

সেবা প্রদানের সময়

সেবা প্রদানের পদ্ধতি

মমত্মব্য

০১।

উপবৃত্তি বিতরণ,

 

 

জানু-জুন ১ম কিস্তি

জুলাই-ডিসেম্বর ২য় কিস্তি

সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির অর্থ প্রদান।

 

 

বই বিতরণ

প্রতিষ্ঠান

জানুয়ারী

প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের হাতে সরাসরি বই প্রদান।

 

 

পরিদর্শন

 

সারা বছর

সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে।

 

(ক) সরকারী অফিস সমূহঃ

ক্রঃ

নাম

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়, জলঢাকা,নীলফামারী।

ছবি

এখানে অফিসের ছবি সংযুক্ত করতে হবে। ছবির বর্ণনা, width-500pxএবং height-220pxঅথবা,  width-4.5 inch  এবং height-2.2 inch

অফিস পরিচিতি

সাধারণ পরিচিতিঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ,জলঢাকা, নীলফামারী।

দপ্তর প্রধানের পদবীঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণঃ  মাধ্যমিক পর্যায়ে শিক্ষা বিস্তারে সহায়তা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষকদের হাজিরা প্রত্যায়ন, বিনা মূল্যে পাঠ্য পুস্তক সরবরাহ, জরিপ তথ্য সংগ্রহ, মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান ও নানাবিধ দায়িত্ব অফিসের কার্যক্রমের অন্তর্ভুক্ত।

আওতাধীন অফিসঃ নাই।

কি সেবা কিভাবে পাবেন

মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তথ্য, শিক্ষক-কর্মচারী তথ্য, ছাত্র-ছাত্রী তথ্য, শিক্ষা বিস্তারে সহায়তা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষকদের হাজিরা প্রত্যায়ন, বিনা মূল্যে পাঠ্য পুস্তক সরবরাহ, জরিপ তথ্য সংগ্রহ, উপবৃত্তি প্রদান ও নানাবিধ দায়িত্ব অফিসের কার্যক্রমের অন্তর্ভুক্ত। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পধীন কার্যক্রমের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান উদ্দীপনা, শিক্ষক প্রণোদনা প্রদান এবং ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপন করা হয়।

সেবা পাবার ধাপ

১ম ধাপ : শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম বিতরন।

২য় ধাপ: পূরণকৃত শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম জমা গ্রহণ।

৩য় ধাপ : পূরণকৃত শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফরম, প্রধান কার্যালয়, ঢাকায় প্রেরণ।

৪র্থ ধাপ: ছাত্র-ছাত্রীদেরদের উপবৃত্তি প্রদান ফরম বিতরন।

৫ম ধাপ: পূরণকৃত উপবৃত্তি প্রদান ফরম জমা গ্রহণ।

৬ষ্ঠ ধাপ: পূরণকৃত উপবৃত্তি প্রদান ফরম, এলজিইডি কার্যালয়ে প্রেরণ।

৭ম ধাপ: পিএমটি কার্যালয় কর্তৃক উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচিত ছাত্র-ছাত্রীদেরদের নাম প্রকাশ।

৮ম ধাপ: ব্যাংক শাখার মাধ্যমে সুবিধাভোগী ছাত্র-ছাত্রীদেরদের মাঝে উপবৃত্তির অর্থ বিতরন।

৯ম ধাপ : শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি বিতরন।

সিটিজেন চার্টার

এখানে অফিসের সিটিজেন চার্টার যোগ করুন।

 

গুরুত্বপূর্ণ প্রকল্প

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত

1) SEQAEP, 2)  HSFSP,  3) TQI, 4) SESDP প্রকল্পসমূহ।

সাংগঠনিক কাঠামো

নাই।

জনশক্তি

এখানে পূর্ণাঙ্গভাবে অফিসের কমকর্তা/ কর্মচারীদের প্রোফাইল সংযুক্ত আছে।

বিজ্ঞপ্তি

নাই।

১০

 যোগাযোগ

টেলিফোন নম্বরঃ ০৫৫২-৪৬৪১১২।ফ্যাক্স ও ই-মেইলঃ নাই। 

যোগাযোগের ঠিকানাঃনীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ মিলনায়তনের বর্ধিত উত্তরাংশে সাথে

প্রধান কর্মকর্তার পদবীঃ  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (USEO)।

অফিসের নামঃউপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়, জলঢাকা, নীলফামারী।

পত্র যোগাযোগের ঠিকানাঃ  উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়, উপজেলাঃ জলঢাকা, জেলাঃ নীলফামারী।

প্রধান বাস স্ট্যান্ড অফিসে যাতায়াতঃ  বাস স্ট্যান্ড থেকে গাড়ী বা রিক্সা যোগে উপজেলা পরিষদ।